হোমঅন্যান্যICAI: কলকাতায় হয়ে গেল আইসিএআই-এর বার্ষিক সমাবর্তন

ICAI: কলকাতায় হয়ে গেল আইসিএআই-এর বার্ষিক সমাবর্তন

ICAI: কলকাতায় হয়ে গেল আইসিএআই-এর বার্ষিক সমাবর্তন

কলকাতায় হয়ে গেল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)-র বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। কলকাতার কলামন্দিরে অনুষ্ঠিত ২ দিনের (২৯ ও ৩০ ডিসেম্বর) এই সমাবর্তনে নতুন নথিভুক্ত সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।
এবার ২৩৯৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

সমাবর্তনের শেষদিনে আইসিএআই-এর ভাইস প্রেসিডেন্ট ডক্টর দেবাশিস মিত্র সাংবাদিকদের বলেন, দেশের আর্থিক অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা। এই পেশায় আসা নতুন সদস্যদের কাছে নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়বদ্ধতা রক্ষার আর্জি জানান তিনি।

সমাবর্তনে বক্তব্য রাখেন আসাম পুলিশের শীর্ষকর্তা দীপক কুমার কেডিয়া, সেন্ট্রাল কাউন্সিল সদস্য সুশীল কুমার গোয়েল প্রমুখ। এছাড়া, ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য পেশ করেন আইসিএআই-এর সভাপতি নীহার এন জাম্বুসারিয়া।

সাধারণত প্রতি বছর এই সমাবর্তন হয়ে থাকে। তবে করোনার কারণে গত বছর তা করা সম্ভব হয়নি। তাই ২ বছর পর এই সমাবর্তন অনুষ্ঠিত হল।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img