WSKO Karate National Championship-এ অনন্য সাফল্য পেল ইছাপুর মাঝেরপাড়া পঞ্চাননতলা যুবক ক্লাবের ৩ শিক্ষার্থী।
স্টার্লিং ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০ বছরের কম বয়সী বালকদের বিভাগে স্বর্ণ পদক পেয়েছে জ্যোতিষ্ক বসু।
১২ বছরের অনূর্ধ্ব বালিকাদের বিভাগে সেরার শিরোপা পেয়েছে সৌমি চক্রবর্তী। এই বিভাগে রৌপ্য পদক পেয়েছে রাজন্যা মুখার্জি।
প্রতিযোগিতার আয়োজন করেছিল WSKO India.