হোমরাজ্যবিপুল ভোটে জিততে চলেছে তৃণমূল, ইঙ্গিত গোপন গোয়েন্দা রিপোর্টে, উঠছে...

বিপুল ভোটে জিততে চলেছে তৃণমূল, ইঙ্গিত গোপন গোয়েন্দা রিপোর্টে, উঠছে প্রশ্নও

বিপুল ভোটে জিততে চলেছে তৃণমূল, ইঙ্গিত গোপন গোয়েন্দা রিপোর্টে, উঠছে প্রশ্নও

বিশেষ প্রতিনিধি : বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।
রাজ্যের গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, তৃণমূল পেতে পারে ২০৪ থেকে ২২১টির মতো আসন। বিজেপি জিততে পারে
৮২ থেকে ৯১টি আসনে। বাম জোট পেতে পারে ২ থেকে ৪টে আসন।

তবে ‘অত্যন্ত গোপনীয়’ ছাপ মারা এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যে বিভিন্ন মহলে সন্দেহ তৈরি হয়েছে। উঠছে প্রশ্নও। ১০ কোটি ভোটারের মাত্র ৩৮ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এই রিপোর্টের গুরুত্ব আছে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে না ।

বিভিন্ন মহলের সন্দেহ , এটি একটি ফেক রিপোর্ট, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

১ তারিখে দ্বিতীয় পর্যায়ের ভোটে সবার নজরে রয়েছে নন্দীগ্রাম। এই কেন্দ্রে মমতা ব্যানার্জির মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিজেপির শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রের ফল নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত রাজনৈতিক পন্ডিতেরা মুখ বন্ধ রাখতে চান। কারণ, অনেক অঙ্কের জটিল হিসেব।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img