হোমPlot1টানা ৩ মাস পশ্চিমবঙ্গ সহ তীব্র গরমে পুড়বে দেশ, সতর্কবার্তা আবহাওয়া দফতরের

টানা ৩ মাস পশ্চিমবঙ্গ সহ তীব্র গরমে পুড়বে দেশ, সতর্কবার্তা আবহাওয়া দফতরের

টানা ৩ মাস পশ্চিমবঙ্গ সহ তীব্র গরমে পুড়বে দেশ, সতর্কবার্তা আবহাওয়া দফতরের

গরম নিয়ে রীতিমতো উদ্বেগজনক পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ভারতে এবার তীব্র গরম পড়তে চলেছে। মধ্য ও পূর্ব ভারতেও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হবে।

দিল্লির মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই বছর দেশের বেশিরভাগ অংশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। কয়েকটি অঞ্চল বাদ দিলে, গোটা দেশেই সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। উত্তর ও পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলেও একটানা বেশ কয়েকদিন তাপপ্রবাহের আশঙ্কা থাকছে।

এপ্রিল থেকে জুন, এই তিন মাস তীব্র গরমের কবলে পড়তে চলেছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, উত্তর কর্নাটক ও তামিলনাড়ুতে এবার তাপপ্রবাহের  তীব্রতা অনেক বেশি থাকবে।

গত কয়েক বছর ধরেই পূর্ব থেকে মধ্য ভারতের রাজ্যগুলির মানুষ তীব্র গরমের কবলে পড়ছেন। গত বছর রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি সহ বহু রাজ্যেই রেকর্ড গরম পড়তে দেখা গিয়েছে। তাপপ্রবাহের কারণে বহু মানুষ মারাও গিয়েছেন।

কিন্তু এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। আবহবিদদের মতে,  তাপপ্রবাহের দিন এবার দ্বিগুণ হয়ে যেতে পারে। সাধারণ তাপপ্রবাহ কোনও এলাকায় ৫ থেকে ৬ দিন স্থায়ী হয়। কিন্তু এবার সেই তাপপ্রবাহ ১০ থেকে ১২ দিন পর্যন্ত চলতে পারে।

এপ্রিল মাসেই ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলেও তাপমাত্রা বাড়বে।

মৃত্যুঞ্জয়বাবু আরও জানিয়েছেন, বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের গড়ের থেকে উপরে থাকবে। তবে, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বের কয়েকটি জায়গায় স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা থাকার সম্ভাবনা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img