ভারতে বেকারদের মধ্যে যুব সম্প্রদায়ের অনুপাত বেড়ে হয়েছে ৮৩ শতাংশ। অর্থাৎ দেশের কর্মক্ষম জনসংখ্যার একটা বিরাট অংশ বেকার। এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (আইএইচডি)। দুই সংস্থার প্রকাশ করা এক যৌথ রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে দেশের বেকারদের মধ্যে ৭৬.৭ জন শিক্ষিত যুবক এবং ৬২.২ শতাংশ শিক্ষিত যুবতী।
ওই রিপোর্ট অনুযায়ী, দেশে বেকারদের মধ্যে শিক্ষিত যুবকদের অনুপাত ক্রমশ বাড়ছে। ২০০০ সালে এই অনুপাত ছিল ৫৪.২ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৫.৭ শতাংশে।
রিপোর্টে বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে বেকারত্বের হার ছিল নিম্নমুখী। কোভিড অতিমারির সময় তা বাড়তে থাকে। এই সময়ের মধ্যে কর্মহীন হয়ে পড়েন বহু সংখ্যক শিক্ষিত এবং পেশাদার মানুষ।