হোমPlot1১৯ ফুটের কালী প্রতিমা, এবারও নজর টানতে তৎপর রসা শক্তি সেবক সঙ্ঘ

১৯ ফুটের কালী প্রতিমা, এবারও নজর টানতে তৎপর রসা শক্তি সেবক সঙ্ঘ

১৯ ফুটের কালী প্রতিমা, এবারও নজর টানতে তৎপর রসা শক্তি সেবক সঙ্ঘ

কালীপুজোয় এবারও নজর কাড়তে চলেছে দক্ষিণ কলকাতার রসা শক্তি সেবক সঙ্ঘ। টালিগঞ্জের মুর এভিনিউয়ের ঐতিহ্যবাহী এই পুজোর এবার ৭৮তম বর্ষ।

মণ্ডপ সজ্জার অভিনবত্ব আর বিষয় বৈচিত্র্যে এবারও বিশেষ সাড়া ফেলতে চলেছে রসা শক্তি সেবক সঙ্ঘের এই পুজো।

৭৮ বছর আগে বাংলা চলচ্চিত্র জগতের দিকপাল অভিনেতাদের হাত ধরে এই পুজোর যাত্রা শুরু হয়েছিল।

১৯ ফুটের বেশি মা কালীর প্রতিমা নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। রসা শক্তি সেবক সঙ্ঘের যুগ্ম সম্পাদক জিৎ রায় ও টুটু বড়ুয়া জানান, প্রতি বছরই তাঁরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা চালান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও ৮ লক্ষের বেশি মানুষ ভিড় জমাবেন বলে তাঁদের আশা।

পুজোকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের লাইভ শো ও বিনোদনমূরক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ১০ থেকে ১৪ নভেম্বরে থাকছে ভূত চতুর্দশীও।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img