হোমআন্তর্জাতিকCovishield : কলকাতায় ভুয়ো কোভিশিল্ড টিকা! কেন্দ্রকে সতর্ক করল WHO

Covishield : কলকাতায় ভুয়ো কোভিশিল্ড টিকা! কেন্দ্রকে সতর্ক করল WHO

Covishield : কলকাতায় ভুয়ো কোভিশিল্ড টিকা! কেন্দ্রকে সতর্ক করল WHO

কলকাতায় ভুয়ো কোভিশিল্ড (Covishield) টিকা? হ্যাঁ, এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিষয়টি নিয়ে ইতিমধ্যে হু-র পক্ষ থেকে কেন্দ্রকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিষয়টি রাজ্য সরকারের নজরে এনেছে কেন্দ্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, জালিয়াতদের মাধ্যমে সরাসরি অনেকের কাছে পৌঁছ যাচ্ছে কোভিশিল্ড। সরকারি নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তির পক্ষে সরাসরি টিকা কেনা সম্ভব নয়। সরকারি বা বেসরকারি হাসপাতাল, নার্সিং হোমেই একমাত্র টিকা নেওয়া যেতে পারে।

হু জানিয়েছে, ভ্যাকসিনের চাহিদা ক্রমশ বাড়তে থাকায় জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ সূত্র মারফত এই চক্রের কথা জানতে পেরেছে হু।

শুধু কলকাতা নয়, সম্প্রতি মুম্বই, দিল্লিতেও টিকা জালিয়াতি নিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুয়ো টিকাকরণ শিবির নিয়ে দেবাঞ্জন দেব নামে এক জালিয়াত ধরা পড়ার পর কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনও অত্যন্ত সতর্ক।

ভারতের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতেও যেভাবে ভুয়ো টিকা ছড়িয়ে পড়ছে, তাতে রীতিমতো চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img