হোমPlot1আন্দোলনকারীদের ওপর হামলার চক্রান্ত! কুণালের ফাঁস করা অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

আন্দোলনকারীদের ওপর হামলার চক্রান্ত! কুণালের ফাঁস করা অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

আন্দোলনকারীদের ওপর হামলার চক্রান্ত! কুণালের ফাঁস করা অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার দীর্ঘমেয়াদি আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষের ফাঁস করা একটি অডিও ক্লিপ ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। সাংবাদিক বৈঠকে ওই অডিও প্রকাশ্যে এনে কুণাল দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে।

কুণাল ঘোষের অডিও ফাঁসের পরপরই তদন্তে নেমে শুক্রবার সন্ধ্যায় গড়ফা থানা এলাকা থেকে সঞ্জীব দাস ওরফে বুবলাই নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ কমিশনারেট।

কুণালের অভিযোগ, এই চক্রান্তের পিছনে রয়েছে বামেদের একটি যুব সংগঠন, রয়েছেন এক অতি বামপন্থী নেতাও। জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। কুণালের অভিযোগ, বৃহস্পতিবার নবান্নে যাওয়া জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হামলার ছক করা হয়েছিল। 

কুণাল যে অডিওটি প্রকাশ্যে এনেছেন, সেটি এখানে তুলে ধরা হল:

প্রথম ব্যক্তি: সাহেব অর্ডার করেছে, সল্টলেক উড়িয়ে দেওয়ার জন্য।

অন্যজনের জবাব: অর্ডার হলে করে দে। সাহেব যখন বলেছে, তখন কিছু একটা ভেবেই তো বলেছে। 

প্রথম ব্যক্তি: এত বছর এই কাজ করে আসছি। কখনও ভয় পাইনি। কিন্তু এক্ষেত্রে করাটা কি ঠিক হবে, ওরা তো লোকের জীবন বাঁচায়। তাই  বিবেকে লাগছে, এখনও জানোয়ার হয়ে যায়নি।

এই অডিও শুনিয়ে কুণাল দাবি করেন, “ভাগ্যিস ওদের মধ্যে মতান্তর ঘটেছিল, তা না হলে বৃহস্পতিবারই বড়সড় অঘটন একটা ঘটে যেত।”

কুণাল বলেন, “সোর্স থেকে পাওয়া অডিও থেকে একটা বিষয় স্পষ্ট, আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে পুরো দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা চলছে। এমনকী হামলার জন্য বাইরে থেকেও লোক আনার পরিকল্পনা করা হচ্ছে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img