হোমরাজ্যহাতে সময় মাত্র ১১ দিন, এবার মাধ্যমিকেও টেস্টের দিনক্ষণ জানাল পর্ষদ

হাতে সময় মাত্র ১১ দিন, এবার মাধ্যমিকেও টেস্টের দিনক্ষণ জানাল পর্ষদ

হাতে সময় মাত্র ১১ দিন, এবার মাধ্যমিকেও টেস্টের দিনক্ষণ জানাল পর্ষদ

উচ্চ মাধ্যমিকের পর এবার বাধ্যতামূলক করা হল মাধ্যমিকের টেস্টও। সেইসঙ্গে পরীক্ষার দিনক্ষণও জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের দেওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট নিতে হবে। অর্থাৎ মাত্র ১১ দিনের প্রস্তুতি নিয়ে টেস্টে বসতে হবে পড়ুয়াদের। এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা মহলের একাংশ।

পর্ষদ জানিয়েছে, অতিরিক্ত বিষয় সহ ৭টি বিষয়ে ৭০০ নম্বরের পরীক্ষা হবে। মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে স্কুলের শিক্ষকরাই প্রশ্নপত্র তৈরি করবেন। পরীক্ষার খাতাও দেখবেন স্কুলেরই শিক্ষকরা।

এর আগে, রাজ্যের শিক্ষা দফতর জানিয়েছিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক না-ও করা হতে পারে। কিন্তু সেই সিদ্ধান্তের পরিবর্তন হল।

শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী দিনে করোনা সংক্রমণের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, টেস্টের নম্বর দিয়েই ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img