বুধবার মহালয়া। দেবীপক্ষের সূচনায় বাংলা চ্যানেলগুলিতে এবারও দেখা যাবে মহালয়ার অনুষ্ঠান। তবে একেবারে ভিন্ন ভাবনায় এবার বাঙালি দর্শকের কাছে মহালয়া হাজির করতে চলেছে টিভি নাইন বাংলা। বুধবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ ঘণ্টার এই অনুষ্ঠানে তুলে ধরা হবে নারী শক্তির নানা রূপ। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে “তোমারই মাটির কন্যা”।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের প্রোমোও ছেড়েছে চ্যানেল কর্তৃপক্ষ। গতানুগতিক বাধা ছকের অনুষ্ঠান নয়, বরং একেবারে ভিন্ন আঙ্গিকে বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা মহালয়াকে দর্শকের কাছে হাজির করতে চান তাঁরা।
দুর্গোৎসব উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠান দেখা যাবে এই চ্যানেলে। যেমন অন্য দুর্গা, পুজোর বায়োস্কোপ, পুজোর গান, তোমারই মাটির কন্যা।
বিধানসভা ভোটের মুখে আত্মপ্রকাশ করেছিল টিভি নাইন বাংলা। এই চ্যানেলের বেশ কয়েকটি অনুষ্ঠানে ইতিমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।