নিজের প্রিয় ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা প্রথম প্রকাশ করেছিল kolkatanewstoday.com। আমাদের সেই খবরই সত্যি হতে চলেছে। আজ ইস্তফা দিলেন ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ইস্তফা দেওয়ার পর শোভনদেব জানিয়েছেন, মমতা যাতে ভবানীপুরে প্রার্থী হতে পারেন, সেজন্য তিনি পদত্যাগ করলেন।
এর আগে, একমাত্র এই পোর্টালই জানিয়েছিল, ২১৫ থেকে ২২৫টি আসনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রের খবর, শোভনদেবকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। কিংবা তাঁকে দলে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগ পত্র তুলে দেন শোভনদেব।
দীর্ঘদিন ধরে রাসবিহারী কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন শোভনদেব। এবারের নির্বাচনে মমতা নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় ভবানীপুর থেকে প্রার্থী হন শোভনদেব। নন্দীগ্রামে মমতা হেরে যাওয়ায় ৬ মাসের মধ্যে রাজ্যের যে কোনও কেন্দ্র থেকে মমতাকে জিতে আসতে হবে।
মমতার দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী শোভনদেব একসময় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন শোভনদেব। তৃণমূল তৈরি হওয়ার পর ১৯৯৮ সালে বারুইপুরের বিধায়ক পদ ছেড়ে রাসবিহারী উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। কংগ্রেস বিধায়ক হৈমী বসুর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল।