হোমরাজ্যহিংসা নিয়ন্ত্রণে মমতার প্রশংসায় হাইকোর্ট, খারিজ বিজেপির সিট গঠনের দাবি

হিংসা নিয়ন্ত্রণে মমতার প্রশংসায় হাইকোর্ট, খারিজ বিজেপির সিট গঠনের দাবি

হিংসা নিয়ন্ত্রণে মমতার প্রশংসায় হাইকোর্ট, খারিজ বিজেপির সিট গঠনের দাবি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরে হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করল কলকাতা হাই কোর্ট। সেইসঙ্গে বিজেপির সিট গঠনের দাবি খারিজ করে দিয়েছে আদালত।

বিধানসভা ভোটে বিপুল জয়ের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে হিংসা চালানোর অভিযোগ তুলেছে বিজেপি। উঠেছে খুনের অভিযোগও।
এই অবস্থায় সোমবার একটি জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট বলেছে, “৭ এবং ৮ মে-র পর থেকে রাজ্যে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। রাজ্যের জবাবে সন্তুষ্ট হাইকোর্ট। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েই ভোট-পরবর্তী হিংসা বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন।” আদালতে এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অনিন্দ্যসুন্দর দাস নামে এক আইনজীবী।

একইসঙ্গে হিংসা সংক্রান্ত অন্য একটি মামলায় সিট গঠনের আর্জি জানিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আদালত সেই আবেদনও বাতিল করে দিয়েছে।

আদালত জানিয়ে দিয়েছে, “এখন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার যথাযথ ভূমিকা পালন করেছে। তাই বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের প্রয়োজন নেই।”

সোমবারই হলফনামা পেশ করে রাজ্য জানিয়েছে, হিংসার ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তও হয়েছে। এই মুহূর্তে রাজ্যে কোনও হিংসা নেই।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img