হোমরাজ্যপ্রচারযুদ্ধে সরগরম ভবানীপুর, জনসংযোগে মণীশ-ফিরহাদ

প্রচারযুদ্ধে সরগরম ভবানীপুর, জনসংযোগে মণীশ-ফিরহাদ

প্রচারযুদ্ধে সরগরম ভবানীপুর, জনসংযোগে মণীশ-ফিরহাদ

রবিবার ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রচারের শেষদিন। তাই প্রচার ঘিরে সরগরম ছিল গোটা এলাকা।

এদিন ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রচার চালানো হয়। চেতলায় সাধারণের সঙ্গে চায়ের আড্ডা, বাজারে জনসংযোগের পাশাপাশি গোবিন্দ আঢ্য রোড, জৈনউদ্দিন মিস্ত্রি লেন, বরুয়া পাড়া ও পুস্প ভাটিকা এলাকায় বিভিন্ন বাড়িতে গিয়ে প্রচার চালান দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত।

তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। দলের কর্মী সমর্থকদের সঙ্গে তাঁরা এলাকার অলিগলি পরিক্রমা করেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img