বিশেষ প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বদলে গেছে কীভাবে, তা নিয়ে নানা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওদিকে খোদ নবান্নের সামনেই হাই সিকিউরিটি এলাকায় পর পর সব নর্দমার ঢাকা চুরির ঘটনায় কারা জড়িত, তা নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে তোলপাড় চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়েযর নাম বদলের সাক্ষী রবীন্দ্রসদনের সামনেই কলকাতা পুরসভার বাস স্ট্যান্ড। সেখানে হাজার হাজার মানুষ রোজ বাসের জন্য অপেক্ষা করেন।এলাকায় লাখো মানুষের যাতায়াত। অবাক হয়ে তাঁরা দেখেন পুরসভার কীর্তি।
নবান্ন এলাকায় মাছি গলতেও একশোবার ভাবে। সব সময় গোটা ঘিরে থাকে পুলিশ। সাধারণ মানুষ ঐ এলাকায় ঢুকতেই পারেন না। এমনকী সাংবাদিকরাও নবান্ন নামের ওই সরকারি অফিসের ভিতরে সহজে ঢুকতে পারে না।
কিন্তু এখন ওই এলাকায় টোল প্লাজার দুধারের সব গলিপিট, নর্দমার ঢাকা চুরি হচ্ছে কী করে, এই প্রশ্নেরর কোনো উত্তর মিলছে না। সামনেই কলকাতা পুরসভার ভোট? তার আগে এই প্রশ্নের জবাবদিহির দায় কে নেবেন?
ফটো : শ্যামল সান্যাল