হোমঅন্যান্যএকদিনে বিশ্বজুড়ে রক্তদান, ৩ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ যুবক পরিষদের

একদিনে বিশ্বজুড়ে রক্তদান, ৩ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ যুবক পরিষদের

একদিনে বিশ্বজুড়ে রক্তদান, ৩ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ যুবক পরিষদের

রক্তদানে নজির সৃষ্টি করতে চায় অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ। “রক্তদান অমৃত মহোৎসব ২.০”-র মাধ্যমে একদিনে বিশ্বজুড়ে ৩ লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের কর্মসূচি নিয়েছে এই সংগঠন। এই লক্ষ্যে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) ভারতের ৪০০টি শহর এবং বিশ্বের ৭৫টির বেশি দেশে ৭৫ হাজার রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে মেগা ব্লাড ডোনেশন ড্রাইভের (এমবিডিডি) আঞ্চলিক আহ্বায়ক সুনীল দুগার জানান, ২০১২ সাল থেকে তাঁরা এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। একদিনে রক্তদানের ক্ষেত্রে ইতিমধ্যে তাঁরা রেকর্ডও গড়েছেন।

অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের পক্ষে অমিতাভ দাসানি জানান, এ বছর বাংলায় ২০০-র বেশি শিবিরের আয়োজন করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, শ্যামাপ্রসাদ বন্দর, কোল ইন্ডিয়ার সদর কার্যালয়, মেট্রো রেল ভবন। এই রক্তদান উৎসবকে সফল করতে এগিয়ে এসেছে এনডিআরএফ, আরপিএফ, বিএসএফ সহ বিভিন্ন সংগঠন।

বিশিষ্ট অভিনেতা অর্জুন চক্রবর্তী এই ধরনের বড় উদ্যোগকে স্বাগত জানিয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img