৫-০ গোলে বাংলাদেশ আর্মিকে বিধ্বস্ত করে ডুরান্ড কাপ অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতীয় ক্রীড়াঙ্গনে আজ খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানে সিনিয়র দলের মাত্র তিন জন ফুটবলার ছিলেন। অন্য দিকে, বাংলাদেশ আর্মি দলে সে দেশের জাতীয় দলে খেলা ফুটবলারেরা ছিলেন।
খেলার শুরু থেকেই দাপট ছিল মোহনবাগানের। ১৪ মিনিটের মাথায় ডান প্রান্ত ধরে বক্সে ঢুকে ক্রস বাড়ান রবি। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল রানা সেই বল ধরতে ব্যর্থ হন। বল ধরে বাঁ পায়ের টোকায় দলকে এগিয়ে দেন লিস্টন।
২৭ মিনিটের মাথায় সুহেলকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বাগান। ডান পায়ের মাটি ঘেঁষা শটে গোল করেন মনবীর। গোলরক্ষকের ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
প্রথমার্ধে ৩৯ মিনিটের মাথায় মাঝমাঠে বল পেয়ে চকিত টার্নে ডিফেন্ডারকে বোকা বানান লিস্টন। বক্সে সুহেলের দিকে বল রাখেন তিনি। সুহেলের শট গোলরক্ষকের মাথায় উপর দিয়ে গোলে ঢুকে যায়।
বিরতির আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশ আর্মির মিজানুর রহমান। ১০ জনে হয়ে যায় দল। বিরতির সময় ৩-০ গোলেয়এগিয়ে যায় মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় দলের চার নম্বর গোল করেন নামতে। লিস্টনের ফ্রি কিক থেকে মনবীরের ব্যাকহিল ধরে বক্সের বাইরে ডান পায়ের টোকায় গোল করেন নামতে। ৪-০ এগিয়ে যায় মোহনবাগান।
৮৯ মিনিটের মাথায় লিস্টনের দূরপাল্লার শট কোনও রকমে বাঁচান বাংলাদেশের গোলরক্ষক। কিন্তু কাছেই ছিলেন কিয়ান। ফিরতি বলে গোল করে ৫-০ করেন তিনি।