মুক্তি পেল রহস্য গল্প রাজবাড়ির রহস্য। এই ছবির পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য ও চমক। জমজমাট রহস্যে ভরা ছবিটির গল্প দর্শকদের পছন্দ হবে, এমনটাই আশা পরিচালক শুভম ঘোষ ও সহ পরিচালক অঙ্কন অধিকারীর।
ছবিতে জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের পাশাপাশি রয়েছে এক ঝাঁক নতুন মুখ। নতুনদের অভিনয়ও দর্শকদের মন কাড়বে বলে আশা পরিচালকের।
রহস্য-রোমাঞ্চ গল্পের প্রতি দর্শকদের বরাবরই বিশেষ আকর্ষণ থাকে। সেদিক থেকে রাজবাড়ির রহস্যও সাফল্য পাবে বলে আশা শিল্পী-কলাকুশলীদের।