হোমঅন্যান্যপূর্ব ভারতেও স্নায়ুরোগের চিকিৎসার সুযোগ বাড়াচ্ছে মেদান্তা

পূর্ব ভারতেও স্নায়ুরোগের চিকিৎসার সুযোগ বাড়াচ্ছে মেদান্তা

পূর্ব ভারতেও স্নায়ুরোগের চিকিৎসার সুযোগ বাড়াচ্ছে মেদান্তা

ভারতে পারকিনসন্স রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। প্রচুর সংখ্যক রোগী তাঁদের নানা সমস্যার লক্ষণগুলির সূত্রপাত বুঝতে পারলেও, অনেকেই ডিপ ব্রেইন স্টিমুলেশন (ডিবিএস)-এর সম্পৰ্কে জানেন না। ডাঃ অনির্বাণ দীপ ব্যানার্জি মেদান্তা গুরুগ্রামে এই অত্যাধুনিক নিউরোস্টিমুলেশন পদ্ধতির সাহায্যে কলকাতার বাসিন্দা কাজল বরণ মজুমদারের মতো জটিল স্নায়বিক রোগে আক্রান্ত কয়েকশো রোগীকে সহায়তা করেছেন।

ভারতের অন্যতম অগ্রণী সুপার স্পেশালিটি হাসপাতাল মেদান্তা ডিবিএস থেরাপির জন্য  অন্যতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত গন্তব্য যেখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে সর্বাত্মক চিকিৎসা সুবিধা দেওয়া হয়।

গুরুগ্রামের মেদান্তা নিউরো সার্জারি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস-এর ডিরেক্টর অনির্বাণ দীপ ব্যানার্জি বলেন, “বিশ্ব জুড়ে বর্তমানে স্নায়ুজনিত নানা শারীরিক অক্ষমতার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে এই ধরনের রোগে আক্রান্তের হার প্রায় ১০%। ডিবিএস বা ব্রেন পেসমেকার সার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে সুনির্দিষ্টভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ইলেক্ট্রোড স্থাপন করা হয়, যা পরিণত স্তরের পারকিনশনের ডিস্টোনিয়া এপিলেপসির মত সমস্যা থেকে মস্তিষ্ককে মুক্ত করতে পারে। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডির সমস্যাও এর ফলে সেরে যায়, কমে আসে হাত-পায়ের কম্পন।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img