পরপর দুটি অলিম্পিকে (Olympic) পদক জয়ের নজির গড়লেন পি ভি সিন্ধু (P V Sindhu)। গত অলিম্পিকে জিতেছিলেন রুপো। এবার টোকিও অলিম্পিকে জিতলেন ব্রোঞ্জ পদক। সিন্ধুই হলেন ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ, যিনি পরপর দুটি অলিম্পিকে দেশকে পদক এনে দিলেন। আজ জয়ের পর উচ্ছ্বসিত সিন্ধু জানিয়ে দিলেন, ২০২৪-এর প্যারিস অলিম্পিকেও খেলবেন তিনি।
ব্রোঞ্জ জয়ের পর সিন্ধুকে বলতে শোনা যায়, “এই জয়ে আমি খুশি। বহু বছরের কঠোর পরিশ্রমের ফল পেলাম। দেশের হয়ে পদক জিততে পারা অত্যন্ত গর্বের।”
তাঁর কথায়, “এই মুহূর্তটা আমি উপভোগ করতে চাই। আমার পরিবার আমার জন্য প্রচুর খেটেছে। সকলকে ধন্যবাদ।”
সিন্ধুর ব্রোঞ্জ জয়ে খুশি গোটা দেশ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন জগতের বিশিষ্টজনেরা।
বলতে গেলে, টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় মহিলা অ্যাথলিটদের জয়জয়কার। মীরাবাই চানুর রুপো ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। ইতিমধ্যে পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা বরগোঁহাইও।