হোমদেশঅক্সিজেন-সঙ্কট : ৫ মাস আগেই সতর্ক করা হয়েছিল, গুরুত্বই দেয়নি কেন্দ্র

অক্সিজেন-সঙ্কট : ৫ মাস আগেই সতর্ক করা হয়েছিল, গুরুত্বই দেয়নি কেন্দ্র

অক্সিজেন-সঙ্কট : ৫ মাস আগেই সতর্ক করা হয়েছিল, গুরুত্বই দেয়নি কেন্দ্র

অক্সিজেন না পেয়ে দেশের হাসপাতালগুলিতে প্রতিদিনই মারা যাচ্ছেন করোনা আক্রান্ত অসংখ্য রোগী। অথচ অক্সিজেনের জোগান নিয়ে যাতে সমস্যা না হয়, সে ব্যাপারে গত নভেম্বরেই কেন্দ্রকে সতর্ক করেছিল স্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় কমিটি। কিন্তু তাকে গুরুত্বই দেয়নি কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ বিরোধী শিবিরের।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, এই আশঙ্কায় নভেম্বর মাসে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল সংসদীয় কমিটি।
সেজন্য অক্সিজেনের উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

পাশাপাশি হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল।

স্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছিল গত বছরের নভেম্বরে। কমিটির নেতৃত্বে থাকা সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব সেই বৈঠকে অক্সিজেন সিলিন্ডারের দাম কমানোর প্রস্তাব দেন। করোনা চিকিৎসার খরচ কমাতে ওষুধের দাম বেঁধে দেওয়ার পরামর্শ দেন তিনি।

হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু কমিটির কোনও পরামর্শই কেন্দ্র কার্যকর করেনি বলে অভিযোগ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img