হোমসাহিত্য-সংস্কৃতিপ্রকাশিত হল "বন্দেমাতরম থেকে জনগণমন ও সেকাল স্বকাল"

প্রকাশিত হল “বন্দেমাতরম থেকে জনগণমন ও সেকাল স্বকাল”

প্রকাশিত হল “বন্দেমাতরম থেকে জনগণমন ও সেকাল স্বকাল”

প্রকাশিত হল সাংবাদিক পবিত্র কুমার সরকারের নতুন বই “বন্দেমাতরম থেকে জনগণমন ও সেকাল স্বকাল”। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। সাংবাদিকতা পেশায় প্রায় দীর্ঘ ছয় দশকের পথ চলা। পেশাগত জীবনে সঞ্চয় করেছেন নানান অভিজ্ঞতা। প্রবন্ধ, নিবন্ধ, রম্য রচনা মিলিয়ে বইটিতে প্রায় ৪৬টি লেখা রয়েছে, যা অবশ্যই সুখপাঠ্য।

অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় পবিত্রবাবুর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা করে বলেন, “অর্থনীতির ছাত্র পবিত্রকে চিনি সেই ‘৬২ সাল থেকে। তখন আমরা কলেজের ছাত্র।  বামপন্থায় বিশ্বাসী পবিত্র বরাবরই তাঁর জীবনযাপনে মূল্যবোধকে আঁকড়ে থাকার চেষ্টা করেছে, যা এই অবক্ষয়ের যুগে বিরল।”

কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “শুরুর দিন থেকে কালান্তরের সঙ্গে যুক্ত থেকেছেন। সাংবাদিকতার কাজে তাঁর রাজনৈতিক সত্তা কখনও প্রভাব ফেলেনি।”

কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুরের কথায়, “বাংলা সাংবাদিকতার জগতে পবিত্রবাবু এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

পবিত্রবাবুর কাছে তাঁর সাংবাদিকতার হাতেখড়ি কীভাবে হয়েছিল, তার উল্লেখ করেন প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img