বুধবার দুপুরে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ঝড়ের মোকাবিলায় ইতিমধ্যে প্রশাসনিক স্তরে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য একগুচ্ছ সতর্কবার্তা জারি করেছে রাজ্য বিদ্যুৎ দফতর।
ওই সতর্কবার্তায় বলা হয়েছে,
- ঝড়ের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুতের লাইন থেকে বিচ্ছিন্ন করে রাখুন।
- বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে থাকলে, নিজেরা হাত দেবেন না।
- জমা জলে তার পড়ে থাকলে, তা স্পর্শ করবেন না।
- বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়াবেন না।
- চাষের জমিতে বিদ্যুতের তার থাকতে দেখলে, তাতে হাত দেবেন না।
- পাম্প বা যন্ত্রপাতি জলে ডুবে থাকলে, সেগুলি চালাবেন না।
- এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে, বিদ্যুৎ দফতরে যোগাযোগ করুন।
- যে কোনও সমস্যা হলে নীচের নম্বরে যোগাযোগ করুন।
নম্বরগুলি হল, 89007-93503, 89007-93504.
এছাড়া হোয়াটস অ্যাপে নাম সহ ছবি পাঠাতে পারেন। নম্বরটি হল, 89007-93100