ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন। ক্ষয়ক্ষতি এড়াতে চলছে সবধরনের প্রস্তুতি। গত বছর আমফানের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছিল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। তাই এবার আগে থেকেই সতর্ক বিদ্যুৎ দফতর। চালু করা হয়েছে দুটি হেল্প লাইন নম্বর।
সরকারি ব্যবস্থার পাশাপাশি তৎপর হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রভাবিত বিদ্যুৎ কর্মী ইউনিয়নও। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক অরিজিৎ দত্ত জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যাতে দ্রুত স্বাভাবিক করা যায়, সেজন্য তাঁরাও ইউনিয়নের সদস্যদের নিয়ে হেল্পলাইন চালু করেছেন। এজন্য ইঞ্জিনিয়ার সহ ২৪ জনের একটি টিম তৈরি করা হয়েছে। গ্রাহকরা ওই ২৪ জনকে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, ক্যানিং, জীবনতলা, ডায়মন্ড হারবার প্রভৃতি এলাকায় বিভিন্ন কন্ট্রোল রুমে এই ২৪ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরিজিৎবাবু।