হোমরাজ্যঘূর্ণিঝড়ে সতর্ক বিদ্যুৎ দফতর, চালু হেল্পলাইন নম্বর, কন্ট্রোল রুমে থাকবেন অরূপ

ঘূর্ণিঝড়ে সতর্ক বিদ্যুৎ দফতর, চালু হেল্পলাইন নম্বর, কন্ট্রোল রুমে থাকবেন অরূপ

ঘূর্ণিঝড়ে সতর্ক বিদ্যুৎ দফতর, চালু হেল্পলাইন নম্বর, কন্ট্রোল রুমে থাকবেন অরূপ

ঘুর্ণিঝড়ের মোকাবিলায় সতর্ক রাজ্য বিদ্যুৎ দফতর। কন্ট্রোল রুমে থাকবেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে থাকবেন বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এস সুরেশকুমার ও বিদ্যুৎ বণ্টন বিভাগের সিএমডি শান্তনু বসু।

দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর। নম্বর দুটি হল, 89007-93503 এবং 89007-93504. ২৫ মে থেকে এই হেল্পলাইন চালু করা হবে। হেল্পলাইন নম্বরগুলি যাতে ঠিকভাবে কাজ করে, সেজন্য নিচুতলায় যাবতীয় প্রস্তুতিও ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। হেল্পলাইনে কোনও অভিযোগ এলে, দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা হবে।

বিদ্যুৎ বিভ্রাট এড়ানোর জন্য যথাসম্ভব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদ্যুৎ দফতরের কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে বিদ্যুৎ দফতরের শীর্ষ কর্তা এবং সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপবাবু বলেছেন, “আমপান থেকে শিক্ষা নিয়ে আমরা অনেক আগে থেকেই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিতে শুরু করেছি। তাই এ বার কিছু হল, আমরা অনেক ভালোভাবে তার মোকাবিলা করতে পারব।”

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
ওই জেলাগুলিতে পোল, ট্রান্সফর্মার সহ সমস্ত সরঞ্জাম পাঠানো হয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img