হোমPlot1বেসরকারি হাতে রবীন্দ্র সরোবর, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে পরিবেশপ্রেমীরা

বেসরকারি হাতে রবীন্দ্র সরোবর, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে পরিবেশপ্রেমীরা

বেসরকারি হাতে রবীন্দ্র সরোবর, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে পরিবেশপ্রেমীরা

দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের ৩ একর জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কেএমডিএ-কে প্রত্যাহার করতে হবে, এই দাবিকে সামনে রেখে এবার আন্দোলনে নামলেন পরিবেশপ্রেমীরা। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মানব শৃঙ্খলের ডাক দিয়েছেন তাঁরা।

এই ইস্যুতে বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক যৌথ সাংবাদিক বৈঠকে লেক লাভার্স এবং সেভ রবীন্দ্র সরোবর ফোরামের পক্ষ থেকে কেএমডিএ-র সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়।

পরিবেশবিদ এস এম ঘোষ বলেন, জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র রক্ষাই তাঁদের আন্দোলনের মূল উদ্দেশ্য। দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে বলে তাঁর অভিযোগ।লেক আন্দোলনকারী সুস্মিতা ব্যানার্জি কেএমডিএ-র এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মর্নিং ওয়াকার্স গিল্ডের সদস্য প্রফুল্ল শাহ, কলকাতা হাইকোর্টের আইনজীবী ও পি ঝুনঝুনওয়ালা, স্পোর্টস কো-অর্ডিনেটর উৎপল দাশ, জাতীয় ক্রীড়াবিদ (কুস্তি) শুভদীপ ভৌমিক এবং স্বর্ণ পদকজয়ী ক্রীড়াবিদ আবু হাসান সর্দার প্রমুখ।

সাংবাদিক বৈঠকে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা রবীন্দ্র সরোবর স্টেডিয়াম খুলে দেওয়ার দাবিও জানানো হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img