১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ (২০২৫-২৬)। এবারের বাজেটে আয়করের ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে, যা করদাতাদের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। তাই এক নজরে জেনে নিন নতুন নিয়মগুলি:
১. আয়কর নতুন স্ল্যাব এবং হার:
৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর নেই
৪ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ কর
৮ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ কর
১২ লক্ষ টাকা থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ কর
১৬ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত – ২০ শতাংশ কর
২০ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত – ২৫ শতাংশ কর
২৪ লক্ষ টাকার উপরে – ৩০ শতাংশ কর
টিডিএস নিয়মে পরিবর্তন: বয়স্ক নাগরিকদের জন্য টিডিএস সীমা ১ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হবে, যা ছোট করদাতাদের সাহায্য করবে।
টিসিএস নিয়মে পরিবর্তন: ১ এপ্রিল, ২০২৫ থেকে, বিদেশে টাকা পাঠানোর জন্য টিসিএস সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। এই নিয়ম সন্তানদের বা পরিবারের সদস্যদের কাছে শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশে টাকা পাঠাতে সাহায্য করবে।
ট্যাক্স রিটার্ন দাখিল করার জন্য আরও সময়: এখন আপডেটেড আইটিআর দাখিলের সময়সীমা ১২ মাস থেকে বাড়িয়ে ৪৮ মাস (৪ বছর) করা হয়েছে। যদি কোনও কারণে আপনি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তাহলে এখন আপনার কাছে এটি দাখিল করার জন্য চার বছর সময় থাকবে।