মাদককাণ্ডে অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। দীর্ঘ জেরার পর আজ দুপুরে তাঁকে গ্রেফতার করা হয়। জেরায় আরিয়ান মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে এনসিবি।
শনিবার রাতে গোয়াগামী এক প্রমোদতরীতে মাঝ সমুদ্রে চলছিল ‘রেভ পার্টি’। তার আগে বিশেষ সূত্রে এই পার্টির কথা জানতে পেরে যাত্রীর বেশে ক্রুজে উঠেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। পার্টি শুরু হতেই শাহরুখ পুত্র ২৩ বছরের আরিয়ান সহ আটজনকে আটক করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। দীর্ঘ ১৬ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোনও। ফোনে এবং হোয়াটস অ্যাপে কার কার সঙ্গে কথা বলেছেন আরিয়ান, তাও খতিয়ে দেখা হয়। তারপরই আরিয়ান সহ তাঁর দুই বন্ধুকে গ্রেফতার করা হয়।