হোমPlot1কেউ কথা রাখেনি, চরম অর্থসঙ্কটে 'অতিকায় মহিলা' সিদ্দিকা

কেউ কথা রাখেনি, চরম অর্থসঙ্কটে ‘অতিকায় মহিলা’ সিদ্দিকা

কেউ কথা রাখেনি, চরম অর্থসঙ্কটে ‘অতিকায় মহিলা’ সিদ্দিকা

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: এক সময়  রাজ্যের সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে দিনের পর দিন খবর হয়েছে। সেসময় নানা প্রতিশ্রুতি নিয়ে তাঁর বাড়িতে ভিড় করতেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরা। ২০১৩ সালে বিশ্বের একমাত্র অতিকায় মহিলা হিসেবে গিনেস বুকে ওঠা সিদ্দিকা চরম অর্থসঙ্কটের শিকার।

দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকা পরভিন এখন অসুস্থ। একরকম অন্তরালে থেকেই চলছে অথর্ব এই তরুণীর জীবনযুদ্ধ। তাঁর পরিবারের অভিযোগ, আজ পর্যন্ত জোটেনি কোনও সরকারি ভাতা। হয়নি আধার কার্ডও।

পিটুইটারি গ্রন্থির বিরল রোগে আক্রান্ত সিদ্দিকা। ২৩ বছর বয়স থেকে দীর্ঘ হতে থাকে তাঁর চেহারা। পাল্লা দিয়ে বাড়তে থাকে খাবারের চাহিদা। রোজ প্রায় দু’কেজি চালের ভাতের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় গরিব পরিবারটিকে।

একসময় চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল। নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতেও। কিন্তু দিল্লি থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পর কেউ আর খোঁজ রাখেনি। এখন সোজা হয়ে হাঁটতে পারেন না বছর তেত্রিশের এই তরুণী।

সিদ্দিকাকে নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। তাঁর দিনমজুর বাবা আফাজুদ্দিন এবং মা মানসুরা বিবি বললেন, সরকার যখন মেয়ের চিকিৎসার ব্যবস্থা তো করতে পারল না, তখন অন্তত একটি ভাতার ব্যবস্থা করে দিক।

রাজ্যে এখন অনেক সরকারি ভাতা চালু রয়েছে। সিদ্দিকার জন্য যদি কোনও ভাতার ব্যবস্থা করা যায়, তাহলে পরিবারের দারিদ্র্য কিছুটা লাঘব হতে পারে, বলছেন তাঁর গ্রামের মানুষজন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img