হোমPlot1রোগীর চিকিৎসায় রেকর্ড, নয়া নজির গড়ল এসএসকেএম

রোগীর চিকিৎসায় রেকর্ড, নয়া নজির গড়ল এসএসকেএম

রোগীর চিকিৎসায় রেকর্ড, নয়া নজির গড়ল এসএসকেএম

রোগী দেখার ক্ষেত্রে ২০২২-এ নয়া নজির গড়েছে এসএসকেএম হাসপাতাল। গত বছর রাজ্যের সেরা এই সরকারি হাসপাতালের আউটডোরে এসেছেন ২০ লক্ষ ১৭ হাজার ১৫০ জন রোগী, যা অতীতের সমস্ত নজিরকে ছাড়িয়ে গিয়েছে। আর ইন্ডোরে ১ লক্ষ ১৫ হাজার রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন।

২০২১-এ আউটডোরে আসা রোগীর সংখ্যা ছিল ১৪ লক্ষের বেশি। এসএসকেএম সূত্রে আরও জানা গেছে, এ বছর এখনও পর্যন্ত এই হাসপাতালে ৫ লক্ষের বেশি রোগী চিকিৎসা করিয়েছেন।

হাসপাতালের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে এসএসকেএমে আউটডোরে রোগীর সংখ্যা ছিল ৫ লক্ষ ২৯ হাজার। পরের বছর তা একলাফে ১২ লক্ষ ছাড়িয়ে যায়। এরপর ২০২০তে কোভিড পর্ব বাদ দিলে, প্রতি বছরই রোগীর সংখ্যা বেড়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img