হোমরাজ্যSubrata : জনপ্রিয় রাজনীতিক, বরাবরই ছিল ভূতের ভয়

Subrata : জনপ্রিয় রাজনীতিক, বরাবরই ছিল ভূতের ভয়

Subrata : জনপ্রিয় রাজনীতিক, বরাবরই ছিল ভূতের ভয়

শ্যামল সান্যাল : সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শেষ হল রাজনীতির একটা যুগের। এরকম জনপ্রিয় ভিন্ন ঘরানার রাজনৈতিক নেতাদের শেষ প্রতিনিধি ছিলেন তিনি। প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাশমুন্সি, সোমেন মিত্র ঘরানার রাজনৈতিক নেতারা নেই। চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়ও।

50 বছরের সংসদীয় রাজনীতির পূর্ণ হচ্ছিল এই বছরের ভোটে জেতার সঙ্গেই। কিছুদিন আগে এই প্রতিবেদকের সঙ্গে গপ্পো করতে করতেই বলেছিলেন, আর রাজনীতি করবার ইচ্ছে নেই। ঠিক ছিল, তিনি আত্মজীবনী লিখবেন। এক প্রবীণ প্রকাশক এই বিষয়ে খুবই আগ্রহী হয়েছিলেন। বর্ণময় এই মানুষটি পরলোকসংক্রান্ত বিষয়ে চর্চা করতেন ।

ভূতেরা আছে, একথা তিনি প্রবলভাবে বিশ্বাস করতেন। জরুরি অবস্থার সময় অনেক রাত পর্যন্ত মহাকরণে থাকতেন। তিনি বলতেন, ঐ সময়ে ভূতেরা ঘোরাফেরা করত। প্ল্যানচেট করেছেন। তার সেই কাহিনী বহুবার বলেছেন ঘনিষ্ঠ আডডায়। এই পোর্টালের ম্যাগাজিনে তিনি লিখেছিলেন বিষয়টি নিয়ে। সেই পরলোকেই পাড়ি দিলেন উনি। ভালো থাকবেন সুব্রতদা, যেখানেই থাকুন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img