হোমরাজ্যTrinamool : ব্যারাকপুরে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ চক্রবর্তী

Trinamool : ব্যারাকপুরে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ চক্রবর্তী

Trinamool : ব্যারাকপুরে হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন রাজ চক্রবর্তী

ব্যারাকপুরে আক্রান্ত হলেন স্থানীয় তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। একটি বৈঠক চলার সময় সশস্ত্র দুষ্কৃতীরা রাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তবে রাজ রক্ষা পেলেও এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। এঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি করানো হয়েছে।

এই হামলার ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল সূত্রে জানা গেছে, ব্যারাকপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া একটি হনুমান মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। রবিবার তা মেটাতে এসেছিলেন বিধায়ক।এই বৈঠকে হাজির ছিলেন ব্যারাকপুরের পুর-প্রশাসক উত্তম দাসও। ছিলেন জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। বৈঠক চলার সময় আচমকা হামলা চালানো হয় বলে অভিযোগ।

তৃণমূলের দাবি, হামলার লক্ষ্য ছিলেন রাজ। ব্যক্তিগত দেহরক্ষীর তৎপরতায় তিনি অল্পের জন্য রক্ষা পান।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img