হোমবিনোদনপল্লব মিউজিকের নতুন রোমান্টিক গানের অ্যালবামের আত্মপ্রকাশ

পল্লব মিউজিকের নতুন রোমান্টিক গানের অ্যালবামের আত্মপ্রকাশ

পল্লব মিউজিকের নতুন রোমান্টিক গানের অ্যালবামের আত্মপ্রকাশ

বাংলার সঙ্গীত জগতে নতুন মুখ পল্লব মণ্ডল। সম্প্রতি বাজারে এল পল্লব মিউজিকের রোমান্টিক গানের অ্যালবাম। এতে ‘তোর ঠিকানা’ গানটি গেয়েছেন বাংলা সঙ্গীতের অন্যতম পরিচিত মুখ শোভন গাঙ্গুলি।

গান লেখা পল্লবের নেশা। এ পর্যন্ত ৭০টিরও বেশি গান লিখেছেন। কুমার শানু, অমিত কুমার, শ্রেয়া ঘোষালের মতো খ্যাতিমান শিল্পীরা তাঁর লেখা গান গাইবেন, এটাই ছিল পল্লবের স্বপ্ন।

গত বছর আত্মপ্রকাশ করেছিল আটলান্টিক মিউজিকের বাংলা গানের অ্যালবাম “Love is still alive”। এতে গলা মিলিয়েছিলেন নচিকেতা চক্রবর্তীও।

গত এক বছরে নিজের ইউটিউব চ্যানেল পল্লব মিউজিকে ১৬টির বেশি গান শ্রোতাদের কাছে হাজির করেছেন পল্লব। নতুন প্রতিভাবান শিল্পীদের পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে চায় পল্লব মিউজিক। সেই লক্ষ্যে চলছে প্রতিভা অন্বেষণের কাজও।

spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img