কলকাতা থেকে গ্যাংটক। ৬৮৫ কিলোমিটারের রিলে দৌড়। অভিনব এই প্রতিযোগিতার উদ্যোক্তা টিউটোপিয়া লার্নিং অ্যাপ। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে এই প্রতিযোগিতার সূচনা করলেন অরুণ সিং।
সাক্ষী রইলেন সোহম চক্রবর্তী, গৌরব চ্যাটার্জি, দেবলীনা কুমার, অনিন্দ্য চ্যাটার্জি, সোহম মজুমদার এবং অঙ্কিতা চক্রবর্তী।
এতে অংশ নিয়েছেন ১১ জন দৌড়বিদ। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ইসলামপুর হয়ে তাঁরা পৌঁছবেন শিলিগুড়িতে। এরপর যাত্রা শেষ হবে গ্যাংটকে। এক একজন দৌড়বিদ প্রতিদিন গড়ে প্রায় ৬২ কিলোমিটার পথ অতিক্রম করবেন।
টিউটোপিয়া লার্নিং অ্যাপের ডিরেক্টর সুব্রত রায় বলেন, “স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস এবং অ্যাডভেঞ্চারের মানসিকতা গড়ে তুলতেই অভিনব এই উদ্যোগ। অতিমারীর সময়ে সুস্থ এবং ফিট থাকা অত্যন্ত জরুরি। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।”
টিউটোপিয়া অ্যাপের ডিরেক্টর অনুরাগ চিরিমার বলেন, “অনেকের কাছে এই রিলে রেস একরকম পাগলামি মনে হতে পারে। কিন্তু এই উদ্যোগকে সমর্থন করছেন, তাঁদের কাছে এটি এক ধরনের ‘ক্রেজি ব্রাইট’। অর্থাৎ এর একটি উজ্জ্বল দিকও রয়েছে।”