হোমPlot1স্কুলে স্কুলে চালু হয়ে গেল নতুন নিয়ম, শিক্ষকদের মানতেই হবে

স্কুলে স্কুলে চালু হয়ে গেল নতুন নিয়ম, শিক্ষকদের মানতেই হবে

স্কুলে স্কুলে চালু হয়ে গেল নতুন নিয়ম, শিক্ষকদের মানতেই হবে

মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের হাজিরা নিয়ে আজ থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের সকাল পৌনে ১১টার বদলে ১০টা ৩৫ মিনিটের মধ্যেই স্কুলে ঢুকতে হবে।

১০টা ৫০-এর পর স্কুলে ঢুকলে, ‘লেট মার্ক’ এবং সোয়া ১১টার পর স্কুলে ঢুকলে, তা  অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।

পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, বিকেল সাড়ে ৪টের আগে কোনও শিক্ষক-শিক্ষিকা বা অশিক্ষক কর্মী স্কুল ছাড়তে পারবেন না। প্রত্যেক স্কুলে সপ্তাহে ৩২ ঘণ্টা ক্লাস নিতেই হবে।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, শিক্ষক শিক্ষিকারা সময়ে স্কুলে আসছেন না, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি ডিআই-রা দেখবেন বলে জানান তিনি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img