হোমরাজ্যঘূর্ণিঝড়-বিপর্যয় : তৈরি বিদ্যুৎ দফতর, নজরদারিতে অরূপ

ঘূর্ণিঝড়-বিপর্যয় : তৈরি বিদ্যুৎ দফতর, নজরদারিতে অরূপ

ঘূর্ণিঝড়-বিপর্যয় : তৈরি বিদ্যুৎ দফতর, নজরদারিতে অরূপ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ক্রমশ এগিয়ে আসছে। ক্ষয়ক্ষতি সামাল দিতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য বিদ্যুৎ দফতর। বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। মঙ্গলবার দফতরের অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, সিএমডি শান্তনু বসু সহ শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। জেলাগুলির দায়িত্বে থাকা টিমের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বিদ্যুৎ মন্ত্রী।

অরূপবাবু জানান, বিপর্যয় সামাল দিতে ১৭টি জেলায় ১২০৫টি টিম তৈরি রাখা হয়েছে। জরুরি কাজের জন্য তৈরি রয়েছে ১০০টি রিজার্ভ টিম।
এছাড়া, মেরামতি কাজের জন্য বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সরঞ্জাম মজুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। যে ধরনের সমস্যার জন্য দুটি হেল্পলাইন নম্বর চালু থাকছে।

নম্বর দুটি হল, 89007-93503 এবং 89007-93504.

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img