হোমব্যবসাপূর্ব ভারতে খনি শিল্পের সম্ভাবনা দেখতে কলকাতায় অস্ট্রেলিয় প্রতিনিধি দল

পূর্ব ভারতে খনি শিল্পের সম্ভাবনা দেখতে কলকাতায় অস্ট্রেলিয় প্রতিনিধি দল

পূর্ব ভারতে খনি শিল্পের সম্ভাবনা দেখতে কলকাতায় অস্ট্রেলিয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি : কলকাতা ঘুরে গেলেন অস্ট্রেলিয় রিসোর্স-এর ১৬ জন সদস্য। ভারত- অস্ট্রেলিয়া ব্যবসায়িক বিনিময় – ২০২০ (এআইবি—এক্স) অংশ হিসেবে তাঁদের এই সফর। পূর্ব ভারতে ভারতীয় খনি শিল্পের সঙ্গে অস্ট্রেলিয়ার কী ধরনের বাণিজ্যিক সহযোগিতা গড়ে তোলা সম্ভব, তা খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।

ভারতের খনি শিল্পের সম্ভাবনা নিয়ে এক আলোচনা চক্রে অংশ নেন তাঁরা। এই আলোচনার আয়োজন করেছিল অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অসট্রেড)। আলোচনার বিষয় ছিল, ‘ভারতের খনি শিল্প—লক্ষ্য, সংস্কার ও রোডম্যাপ।’

ভারতের বিভিন্ন শিল্প সংস্থা ও ইস্পাত শিল্পের অগ্রণী প্রতিষ্ঠানগুলির ব্যবসায়িক প্রতিনিধি এবং পরিকাঠামো বিশেষজ্ঞরাও এতে যোগ দিয়েছিলেন। বক্তারা খনি শিল্পের বর্তমান অবস্থা, জাতীয় স্তরে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সংস্কার এবং এই সেক্টরের উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

ভারত সরকারের নীতি পরিবর্তন এবং তার প্রভাব, আন্তর্জাতিক খনি শিল্প, যন্ত্রপাতি, প্রযুক্তি, এবং পরিষেবা (এমইটিএস)সংক্রান্ত বিশেষজ্ঞদের চাহিদা এবং ভবিষ্যতের রোডম্যাপ নিয়েও আলোচনা করেন বক্তারা।

বক্তাদের মধ্যে ছিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ডিভিশন)-এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং করমচাঁদ থাপার অ্যান্ড ব্রাদার্সের চিফ মেন্টর ভি কে অরোরা, কোল সেলস লিমিটেড, স্বয়ম্ভু ন্যাচারাল রিসোর্স লিমিটেড (শ্রেয়ি গ্রুপ)-এর উপদেষ্টা আর পি রিটোলিয়া, এস অ্যান্ড টি মাইনিং কোম্পানি প্রাইভেট লিমিটেড (সেইল ও টাটা স্টিলের যৌথ উদ্যোগ)-এর ম্যানেজিং ডিরেক্টর হর্ষ সচদেব, মাইন লাইন প্রাইভেট লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর নন্দিনী চক্রবর্তী, এবং ডিএমটি কনসাল্টিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ কুমার সিনহা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img