মলয় দে, নদিয়া : করোনা-আতঙ্কে অপরাধের পরিমাণ কমেছে অনেকটাই। জেলার দুটি মহিলা ও একটি সাইবার ক্রাইম সহ 23 টি থানার লক-আপ কার্যত ফাঁকা। জেলার দুটি আদালত বন্ধ থাকায়, স্থানীয় থানায় আটকের সংখ্যা বাড়তে পারত অনেকটাই। কিন্তু তা ঘটেনি। লকডাউনের পর থেকে জেলার 8-10 টি বড় অপরাধের মধ্যে শান্তিপুর থানা এলাকায় ঘটেছে মাত্র দুটি ।
থানায় অভিযোগ প্রায় নেই বললেই চলে। স্বভাবতই বেশ ফাঁকা শান্তিপুর থানা। রবিবার শান্তিপুর অগ্নিনির্বাপণ কেন্দ্রের সাব অফিসার ইনচার্জ শ্যামসুন্দর পন্ডিত সহ অন্যরা সকাল 10 টা থেকে দুই ঘন্টা ধরে শান্তিপুর থানা সাফাই অভিযান করেন। লকআপ ,অভিযোগ কক্ষ, আধিকারিক কক্ষ, ডিআইবি বিভাগ, ক্যান্টিন, বাজেয়াপ্ত মোটরসাইকেল, মালখানা, শববাহী গাড়ি, পুলিশ আবাসন, ভ্রাম্যমান প্রচার গাড়ি সর্বত্র এই স্যানিটাইজেশন চলে।