হোমলাইফস্টাইলঘরবন্দি-জীবনে মানসিক অবসাদ, অনলাইনে মনোবিদের পরামর্শ, উদ্যোগ MASS-এর

ঘরবন্দি-জীবনে মানসিক অবসাদ, অনলাইনে মনোবিদের পরামর্শ, উদ্যোগ MASS-এর

ঘরবন্দি-জীবনে মানসিক অবসাদ, অনলাইনে মনোবিদের পরামর্শ, উদ্যোগ MASS-এর

নিউজ ডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। দিনের পর দিন ঘরে বন্দি থাকার কারণে হাঁপিয়ে উঠছেন মানুষ। বন্ধ সামাজিক মেলামেশাও। দেখা দিচ্ছে নানাধরনের মানসিক সমস্যা। এই অবস্থায় কী কী করণীয়, তা নিয়ে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ঘরে বসে চাইলে অনলাইনে মনোবিদের পরামর্শ নিতে পারেন আপনিও। অবশ্যই নিখরচায়। এমনই উদ্যোগ নিয়েছে মধ্যমগ্রামের অতি পরিচিত স্বেচ্ছাসেবী সংস্থা মধ্যমগ্রাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস বা MASS । এই কাজে তাদের সঙ্গী হয়েছে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সংগঠন দোসর। মাস-এর সহ সম্পাদক সুব্রত ঘোষ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কথা ভেবেই তাঁদের এই উদ্যোগ। যে কেউ প্রয়োজন মনে করলে মনোবিদের পরামর্শ নিতে পারেন।

এই ব্যাপারে জানতে যোগাযোগ করতে পারেন নিচের ফোন নম্বরগুলিতে :

সুব্রত ঘোষ 9330338056
শৌভিক গাঙ্গুলী-9051520109

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img