হোমলাইফস্টাইললিভারের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সতর্ক করলেন চিকিৎসকরা

লিভারের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সতর্ক করলেন চিকিৎসকরা

লিভারের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সতর্ক করলেন চিকিৎসকরা

দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে না চলায়, লিভারের নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। লিভারের রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। এমনকি লিভার পুরোপুরি অকেজো হয়ে যাওয়ার মতো ঘটনাও উত্তরোত্তর বাড়ছে। এই ব্যাপারে সাধারণ মানুষের লিভার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কলকাতার অন্যতম প্রথম সারির বেসরকারি হাসপাতাল আইরিস (IRIS)।

বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ দীপঙ্কর সরকার বলেন, লিভারের বিভিন্ন রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ব্যাপারে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। বড় ক্ষতি এড়াতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষার ওপর জোর দেন তিনি।

আইরিস-এর সিইও রাজ ভট্টাচার্য বলেন, লিভারের সুরক্ষা সহ একজন মানুষের স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার জন্য তাঁরা সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। হাসপাতালের পরিকাঠামোও ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

১৮০ শয্যার এই হাসপাতালে আধুনিক চিকিৎসার সব ধরনের উপকরণ মজুত রয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img