হোমসাহিত্য-সংস্কৃতিনেশা কিনতে চাই

নেশা কিনতে চাই

নেশা কিনতে চাই

মধুমিতা বেতাল

মাটির পর মাটি ঢেলে
অনেক গভীরে ঢেকে দিলাম
নির্লজ্জ পোশাকের গোপনাঙ্গ…।
পাপ ধুতে ধুতে ধুতে ….
পাপিও হলাম খানিকটা।

চামড়ার ভেতরে ভেতরে গোছানো আছে
টাটকা নেপথোনীল ,
তুমি কিট হলে আমি নিরাপদ ।

মদের থেকে মাতাল টুকু ছেঁকে
আমায় দিও,
আমি কিনতে চাই।
প্লেটে সাজিয়ে রাখবো নেশা।

হাতের রেখাতে ভালোবাসা
কোথাও ছিল বলে মনে নেই।
ভাগ্য বলয় প্রাণ ভরে উগরে দিয়েছে
অহমিকা অনুশোচনাতে।
শুধু কঙ্কালের খাঁজে খাঁজে
উঁকি মারছে কবি।
মৃত কবিতার সম্মেলনে আমি
নিরুপায়ের মতো চেয়ে আছি
শুকনো পুকুর হয়ে।
তুমি জল হলে আমি নিরাপদ।

মাথার ওপরে ক্রমশ পাক খাওয়া
চিলের ডানা হতে খসে পড়লো
অতৃপ্ত মানব সভ্যতা।
আমি খুব যতনে সাজিয়ে রেখেছি
পাণ্ডুলিপি।
একটা অনামী ঝড় আসছে।
তুমি আশ্রয় হলেই আমি নিরাপদ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img