নিজস্ব প্রতিনিধি : এ বছরেই আসছে নতুন ছবি আলো,A Story of Darkness’। করোনার কারণে ছবিটির শুটিং কিছুটা বিঘ্নিত হচ্ছে। গ্রামীণ পটভূমিকায় তৈরি এই ছবিতে সামাজিক বার্তা তুলে ধরতে চেয়েছেন পরিচালক অভিজিৎ নস্কর। নায়কের ভূমিকায় রয়েছেন শুভ মণ্ডল। শুভ ছবিটির প্রযোজকও বটে। ছবিতে তিনি অভিনয় করছেন সুজনের চরিত্রে। আর নায়িকা হলেন রিম ভট্টাচার্য। রিমকে দেখা যাবে বিহুর ভূমিকায়।
স্বল্প দৈর্ঘ্যের এই ছবির সারমর্ম হল, কলকাতার মত শহরে বেড়ে ওঠা সুজন অনেক চেষ্টার পর একটা স্বেচ্ছাসেবী সংস্থায় চাকরি জোটাতে সমর্থ হয়। কিন্তু কর্মক্ষেত্র হল গ্রাম, যেখানে পৌঁছয়নি শিক্ষার আলো।
যেখানে প্রবল দারিদ্র্য, নেই কোনও কর্মসংস্থানের সুযোগ। সেই গ্রামের মানুষের দিনবদলের কাহিনী হল এই ছবি। শুটিংয়ের কেন্দ্রস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছে হুগলির একটি গ্রামকে। শুটিং হবে কলকাতাতেও। পুরোপুরি গানবর্জিত এই ছবির সংলাপ লিখেছেন অলোক কুমার মন্ডল।