এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফে ফের সুদের হার কমল। এতদিন সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। এবার তার থেকে ০.১৫ শতাংশ সুদ কমাল শ্রমমন্ত্রক। চলতি অর্থবর্ষ থেকে সুদের হার কমিয়ে ৮.৫০ শতাংশ করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার। কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড হ’ল কর্মচারীদের ভবিষ্যৎ নিধি সংস্থার (EPFO) শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সম্ভাবনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। কেননা অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেও সুদের হার কমেছে। তার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এবার এই সিদ্ধান্ত।
EPF -এর সুদের হার
Year | EPF Interest Rate |
---|---|
২০১৯-২০ | ৮.৫০% |
২০১৮-১৯ | ৮.৬৫% |
২০১৭-১৮ | ৮.৫৫% |
২০১৬-১৭ | ৮.৫৫% |
২০১৫-১৬ | ৮.৮০% |
২০১৪-১৫ | ৮.৭৫% |
২০১৩-১৪ | ৮.৭৫% |
২০১৩-১৩ | ৮.৫০% |
২০১২-১৩ সাল থেকেই ধাপে ধাপে অনেকবার কমেছে ইপিএফের সুদের হার ৷ শুধুমাত্র ২০১৫-১৬ সালে একটু বেশি সুদ ছিল, মানে ৮.৮০ শতাংশ ৷ তারপর থেকে ধাপে ধাপে একাধিক বার এই সুদের হার কমেছে ৷ এবারে আরও কমল এই সুদ। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের৷