করোনা ভাইরাস, যা এক মহামারী রূপে দেখা দিয়েছে গোটা বিশ্বের কাছে। ওই মারণ ভাইরাসের কামড়ে আক্রান্ত বিশ্বের প্রায় সব দেশই। এখনও পর্যন্ত COVID-19 ভাইরাসে সমগ্র বিশ্বে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫ লক্ষ ২৬ হাজার ৪৪ জন, যার মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৩,৭০৯ জনের।
দেশের এই লকডাউন পরিস্থিতির তৃতীয় দিন দেশবাসীকে খানিকটা পরিত্রাণ দিতে রেপো ও রিভার্স রেপো রেটা কমানোর ঘোষণা করলেন আরবিআইয়ের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস। মনে করা হচ্ছে, আরবিআইয়ের এই ঘোষণার ফলে কিছুটা হলেও সামলানো যাবে লকডাউনের সময় হওয়া বিরাট ব্যবসায়িক ক্ষতিকে, ঘুরে দাঁড়াতে পারবে দেশের অর্থনীতি।
ঠিক কী কী বড় ঘোষণা করলেন আরবিআইয়ের গভর্নর, জেনে নিন সেগুলো:
- নির্ধারিত মুদ্রা নীতি কমিটির সঙ্গে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রেপো রেটের হার ৫.১৫% থেকে কমিয়ে ৪.৪% এ নিয়ে আসার ঘোষণা করা হল।
- মুদ্রা নীতি কমিটির ওই বৈঠক হয় ২৫ থেকে ২৭ মার্চ। এই বৈঠকেই রেপো রেট এবং রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানান শক্তিকান্ত দাস।
- করোনা ভাইরাসের সংক্রমণের তীব্রতা, এর বিস্তার এবং সময়কাল গোটা বিশ্বের অর্থনীতিকে ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। আরবিআইয়ের গভর্নর যদিও বলেছেন, এই পরিস্থিতির সঙ্গে যুঝতে সরকার ভাল পদক্ষেপ নিয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে জেতার জন্যে সকলকে যথাসাধ্য চেষ্টা করতে হবে, একথাও বলেন তিনি।
- ৯০ বেসিস পয়েন্ট কমল রিভার্স রেপো রেট। ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪%।
- “এই পদক্ষেপের ফলে ১,৩৭,০০০ কোটি টাকার জোগান আসবে”, বলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।
- এদিকে রিজার্ভ ব্যাংক সব ব্যাংকের নগদ জমার অনুপাতকে ১০০ বেসড পয়েন্ট কমিয়ে দেওয়ার ঘোষণা করল।
- এর ফলে বাজারে মোট নগদের জোগান বাড়বে ৩,৭৪,০০০ কোটি টাকা
- আরবিআই গত ফেব্রুয়ারি নীতিমালার পর থেকে সিস্টেমে ২.৭ লক্ষ কোটি টাকা অনুদান দিয়েছে, বলেন আরবিআইয়ের প্রধান শক্তিকান্ত দাস
- তবে ভারতীয় ব্যাংকগুলোতে জমা রাখা সব টাকা নিরাপদ রয়েছে, আশ্বস্ত করেন আরবিআইয়ের গভর্নর। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি। ফলে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।