দাম কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের (Non-subsidised LPG)। Non-subsidised LPG-র দাম মহানগরীগুলিতে ১ মার্চ থেকে হ্রাস পেয়েছে। গত বছরের অগাস্টের পর থেকে ছয়টি বৃদ্ধির পরে রান্নার গ্যাসের দামে এই প্রথম বড়সড় হ্রাসের মুখ দেখল গেরস্থ। রবিবার ১ মার্চ থেকে দিল্লি ও মুম্বইয়ের সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন LPG-র দাম ৫৩ টাকা করে কমছে বলেই জানিয়েছে ইন্ডেন ব্র্যান্ডের অধীনে রান্নার গ্যাস সরবরাহকারী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন । অগাস্ট থেকে ফেব্রুয়ারির মধ্যে, ছয়বার দামের বৃদ্ধি ঘটে, এলপিজির দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মেট্রো শহরগুলিতে LPG সিলিন্ডারের (রান্নার গ্যাস) দাম
১৪.২ কেজি সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন LPG গ্যাসের দাম (টাকায়) | ||
---|---|---|
মহানগর | ১ মার্চ থেকে দাম | |
দিল্লি | ৮০৫.৫ | বর্তমান দাম ৮৫৮.৫০ |
কলকাতা | ৮৩৯.৫ | ৮৯৬.০০ |
মুম্বই | ৭৭৬.৫ | ৮২৯.৫০ |
চেন্নাই | ৮২৬ | ৮৮১.০০ |
(সূত্র: iocl.com) |
চারটি মেট্রো শহরের মধ্যে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সবথেকে বেশি কমেছে কলকাতায়।ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, এতদিন কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ছিল ৮৯৬ টাকা। এদিন তা ৫৬.৫ টাকা কমে দাঁড়িয়েছে ৮৩৯.৫ টাকা।
ছ’মাস পর দাম কমলেও খুব একটা সন্তুষ্ট নয় আমজনতা। তাদের বক্তব্য, গত মাসে একলাফে অনেকটা দাম বেড়েছিল রান্নার গ্যাসের। কিন্তু সেই বৃদ্ধির তুলনায় এবার মাত্র এক-তৃতীয়াংশ দাম কমেছে।