Bronx Zoo in New York: করোনা ভাইরাস এবার থাবা বসালো বাঘের শরীরেও। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রোনক্স চিড়িয়াখানার একটি বাঘিনী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর মেলায় করোনা আতঙ্ক আরও বেড়ে গেছে।
দ্য ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির পরিচালনাধীন ওই চিড়িয়াখানার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে, চার বছর বয়সী একটি মালয়েশিয়ান বাঘিনীর শরীরে ওই সংক্রমণের প্রমাণ মিলেছে। নাদিয়া নামের ওই বাঘিনীর শুকনো কাশি হচ্ছিল কিছুদিন ধরেই। বিষয়টি নজরে আসার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠায়। ওই পরীক্ষার পর বাঘিনীর শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। এরপরেই তাকে আলাদা করে রেখে বিশেষ পর্যবেক্ষণ করা হচ্ছে।
শুধু তাই নয়, ওই চিড়িয়াখানায় উপস্থিত একই প্রজাতির আরও ৬টি বাঘ (Tiger) ও সিংহের মধ্যেও করোনা সংক্রমণের লক্ষণ মিলেছে। এই ঘটনায় নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কপালে।