নিজস্ব প্রতিনিধি, বারাসত : লকডাউনের ফলে আর্থিক সঙ্কটের শিকার মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি পথে পথে নেমেছে রাজনৈতিক দল এবং তাদের গণসংগঠনগুলিও। রবিবার বারাসত স্টেশন সংলগ্ন ৫নং টিকিট কাউন্টারের মনসাতলা এলাকায় টোটোচালকদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেয় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।
প্রায় ১০০ জন টোটো চালকের হাতে তুলে দেওয়া হয় ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি মুসুর ডাল। সরকারি নির্দেশিকা মেনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে খাদ্যসামগ্রীর প্যাকেট সংগ্রহ করেন টোটো চালকরা। লকডাউনের জেরে টোটোয় নিষেধাজ্ঞা থাকায় চালকদের আয়ের পথ এখন বন্ধ। তাই সঙ্কটে পড়েছে তাঁদের পরিবার। পাশাপাশি এলাকার কিছু দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রীর প্যাকেটও।