ফের দাম বাড়চ্ছে পেট্রোল, ডিজেলের। পেট্রোল-ডিজেলের উপরে শুল্ক বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । এই সিদ্ধান্তের পর দেশে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বাড়বে। সরকারের তরফ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিশ্ব বাজারে অপরিসোধিত তেলের দামের পতনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল-এর ওয়েবসাইট দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম ৬৯.৮৭ টাকা। শুল্ক লাগু হওয়ায় পর পেট্রোলের লিটার পিছু দাম বাড়বে ৩ টাকা। কলকাতায় ডিজেলের দাম ৬৪.৯১ টাকা প্রতি লিটার আর পেট্রোলের দাম ৭২.৬৮ টাকা প্রতি লিটার ।