নিজস্ব প্রতিনিধি : লকডাউনের কারণে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নেওয়া এই মুহূর্তে সম্ভব
হচ্ছে না। তাই গ্রাহকদের কাছে গড় বিল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। গত বছরের ত্রৈমাসিকের বিদ্যুতের বিলের ওপর ভিত্তি করে এই গড় বিল তৈরি করা হয়েছে।
বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, লকডাউনের কারণে মিটারের রিডিং নেওয়া যাচ্ছে না। তাই এভাবে বিল তৈরির সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, এ নিয়ে কোনও সমস্যা হবে না। যখন ফের মিটার রিডিং নেওয়ার কাজ শুরু হবে, তখন এই বিলের সঙ্গে তা মিলিয়ে নেওয়া হবে।
রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এক কর্তা জানিয়েছেন, বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের বিধি মেনেই বিল দেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
লকডাউন চলতে থাকায় লো এবং মিডিয়াম ভোল্টেজের বিদ্যুৎ গ্রাহকদের বিল দেওয়ায় সময়সীমা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে বিল জমা দিতে পারবেন। কিংবা কোনও কিয়স্ক বা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও বিল জমা করতে পারেন।