হোমব্যবসাশেয়ার বাজারে ফের বড়সড় ধস, পড়ল টাকার দামও

শেয়ার বাজারে ফের বড়সড় ধস, পড়ল টাকার দামও

শেয়ার বাজারে ফের বড়সড় ধস, পড়ল টাকার দামও

করোনা ভাইরাসের আতঙ্কের কারণে বৃহস্পতিবার বড়সড় ক্ষতির মুখ দেখল দেশের শেয়ার বাজার , গত দু’বছরের মধ্যে এই প্রথমবার নিফটির ৫০ টি বেঞ্চমার্ক সূচক ১০ হাজারেরও নিচে নেমে গেছে।পড়ল টাকার দামও।

ওই মারণ ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে ইউরোপ থেকে আগত পর্যটকদের উপর অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এরপরেই বিশ্বের বাণিজ্য বাজারে পড়ল বড়সড় প্রভাব, শেয়ার কেনাবেচা সাময়িকভাবে প্রায় স্থগিত হয়ে যাওয়ায় তার প্রভাব পড়ল ভারতের শেয়ার বাজারেও।

S&P BSE Sensex বৃহস্পতিবার বাজার খোলার প্রথম কয়েক মিনিটের মধ্যেই ১,৮২১.২৭ পয়েন্ট হ্রাস পেয়ে ৩৩,৮৭৬.১৩ তে পৌঁছে যায়। ওদিকে NSE Nifty-এর বেঞ্চমার্ক বুধবার বাজার বন্ধের সময়কার তুলনায় ৫৪১.৮৫ পয়েন্ট কমে ৯,৯১৬.৫৫ পয়েন্টে চলে গেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img