হোমUncategorizedসাগরে বিশ্ব জনজাতি দিবস উদযাপন, ত্রাণসামগ্রী বিলি বিধায়ক বঙ্কিম হাজরার

সাগরে বিশ্ব জনজাতি দিবস উদযাপন, ত্রাণসামগ্রী বিলি বিধায়ক বঙ্কিম হাজরার

সাগরে বিশ্ব জনজাতি দিবস উদযাপন, ত্রাণসামগ্রী বিলি বিধায়ক বঙ্কিম হাজরার

নিজস্ব সংবাদদাতা, সাগর : মহাসমারোহে সাগ‍রে উদযাপিত হল বিশ্ব জনজাতি দিবস। এই উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন স্থানীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। ১০ কেজি করে চাল ছাড়াও সয়াবিন, আলু, স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন সামগ্রী স্থানীয় আদিবাসীদের মধ্যে বিলি করা হয়।

এই উপলক্ষে খাসমহল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্কিমবাবু বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসীদের উন্নয়নে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের ভাতা দেওয়ার পাশাপাশি চাকরিরও সুযোগ করে দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি ব্লকে বিশ্ব জনজাতি দিবস পালনের ডাক দিয়েছিলেন। সেই সূত্রেই পুলিশ এবং পঞ্চায়েতের সহযোগিতায় সাগরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যোগ দিয়েছিলেন আশেপাশের বিভিন্ন এলাকার আদিবাসীরা।

অনুষ্ঠানে সাগর থানার ওসি বাপী রায় এবং পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারীরা হাজির ছিলেন। নাচ,গান, আবৃত্তি অনুষ্ঠানে অন্যমাত্রা যোগ করে। নজর কেড়েছে ধামসা-মাদলের তালে তালে আদিবাসী নৃত্য।

১৯৯৪ সাল থেকে ৯ অগাস্ট দিনটিকে বিশ্ব জনজাতি দিবস হিসেবে পালন করে আসছে রাষ্ট্রসঙ্ঘ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img